ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের মধ্যস্থতায় চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ৩৯২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের মধ্যস্থতায় এগিয়ে এসেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, দু’দেশের যুদ্ধ বন্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ দিন দেখতে হবে বিশ্বকে। তাই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমঝোতার টেবিলে বসার আহ্বান জানান তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্ধে এর আগেও মধ্যস্ততায় এগিয়ে এসেছিলো চীন। সেবার ব্যার্থ হয় বেইজিংয়ের উদ্যোগ। দু’দেশের যুদ্ধের দুই বছর ২ মাসের মাথায় আবারও সংঘাত বন্ধের আহ্বান জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া লিখিত এক সাক্ষাৎকারে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কেবল রাশিয়া-ইউক্রেন সংকট সমাধান সম্ভব।

রাশিয়ার পক্ষে থেকে চীন কীভাবে মধ্যস্থতায় অংশ নেবে, আল-জাজিরার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চীন সবসময় স্বচ্ছ ও নিরপেক্ষ। চীন এ সংকটের সঙ্গে সরাসরি জড়িত নয় এমনকি শুরু থেকেও এর সঙ্গে বেইজিংয়ের সম্পৃক্ততা ছিলো না। তবে যেহেতু গেল দুই বছরের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে তাই যুদ্ধবিরতি কার্যকর ও যুদ্ধ বন্ধই চীনের একমাত্র চাওয়া বলে মত তার।

ওয়াং ই জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছেন। বরাবরের মতো শান্তিপূর্ণ সমাধানে আলোচনার টেবিলে বসার ওপর জোর দেয় বেইজিং।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে সামনের দিনগুলোতে গোটা বিশ্বকে এর জের টানতে হবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে মতানৈক্য দূর করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় বেইজিং। আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদারে চীন দু’পক্ষের সাথেই সচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যাশার কথা জানান ওয়াং ই।

এরইমধ্যে গেল শুক্রবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন। মন্ত্রী পর্যায়ে প্রায় সাড়ে ৫ ঘণ্টার এ আলোচনায় গুরুত্ব পায় ইউক্রেন-রাশিয়া ইস্যু। সে সময় রাশিয়াকে অস্ত্র দিয়ে চীন সহায়তা করছে বলেও উদ্বেগ জানান ব্লিঙ্কেন।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের মধ্যস্থতায় চীন

আপডেট সময় : ০৩:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের মধ্যস্থতায় এগিয়ে এসেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, দু’দেশের যুদ্ধ বন্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ দিন দেখতে হবে বিশ্বকে। তাই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমঝোতার টেবিলে বসার আহ্বান জানান তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্ধে এর আগেও মধ্যস্ততায় এগিয়ে এসেছিলো চীন। সেবার ব্যার্থ হয় বেইজিংয়ের উদ্যোগ। দু’দেশের যুদ্ধের দুই বছর ২ মাসের মাথায় আবারও সংঘাত বন্ধের আহ্বান জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া লিখিত এক সাক্ষাৎকারে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কেবল রাশিয়া-ইউক্রেন সংকট সমাধান সম্ভব।

রাশিয়ার পক্ষে থেকে চীন কীভাবে মধ্যস্থতায় অংশ নেবে, আল-জাজিরার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চীন সবসময় স্বচ্ছ ও নিরপেক্ষ। চীন এ সংকটের সঙ্গে সরাসরি জড়িত নয় এমনকি শুরু থেকেও এর সঙ্গে বেইজিংয়ের সম্পৃক্ততা ছিলো না। তবে যেহেতু গেল দুই বছরের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে তাই যুদ্ধবিরতি কার্যকর ও যুদ্ধ বন্ধই চীনের একমাত্র চাওয়া বলে মত তার।

ওয়াং ই জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছেন। বরাবরের মতো শান্তিপূর্ণ সমাধানে আলোচনার টেবিলে বসার ওপর জোর দেয় বেইজিং।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে সামনের দিনগুলোতে গোটা বিশ্বকে এর জের টানতে হবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে মতানৈক্য দূর করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় বেইজিং। আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদারে চীন দু’পক্ষের সাথেই সচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যাশার কথা জানান ওয়াং ই।

এরইমধ্যে গেল শুক্রবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন। মন্ত্রী পর্যায়ে প্রায় সাড়ে ৫ ঘণ্টার এ আলোচনায় গুরুত্ব পায় ইউক্রেন-রাশিয়া ইস্যু। সে সময় রাশিয়াকে অস্ত্র দিয়ে চীন সহায়তা করছে বলেও উদ্বেগ জানান ব্লিঙ্কেন।