আমেরিকার মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে আঘাত হেনেছে ছোট বড় ৭০টির বেশি টর্নেডো। কিছু কিছু শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকার ওকলাহোমা ও আইওয়া অঙ্গরাজ্য। মিসৌরি থেকে টেক্সাস পর্যন্ত আরও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
ওকলাহোমায় এক শিশুসহ ৪ জন ও আইওয়াতে ১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক মানুষ। কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
ওকলাহোমা রাজ্যের গভর্নর কেভিন স্টিট শহরটি পরিদর্শন করে বলেছেন, ছয় বছরের মধ্যে এমন খারাপ ঝড় দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পুনরুদ্ধার করা হবে বলে জানান তিনি।
শুক্রবার শুরু হওয়া পৃথক পৃথক ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো মানুষ।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, টর্নেডো আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ২১৮ কিলোমিটার। টেক্সাস থেকে মিসৌরি পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যে সাত ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এমন পরিস্থিতিতে আরও ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।