ফিলিস্তিনের রাফা ও গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই হামলায় নারী ও শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
নিহতদের মধ্যে ১৫ জন রাফা শহরের। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তিনটি বাড়িতে বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
আর গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরের দুটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় বাকীদের প্রাণহানি হয়।
হামাস ও ইসরাইলের মধ্যে গত বছরের ৭ই অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়। ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গা করে ১৩ লাখ মানুষ রাফাতে এসে আশ্রয় নেন। এখন সেই রাফাতে হামলার পরিকল্পনা করছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজারের বেশি মানুষ।
এদিকে, নতুন যুদ্ধবিরতির আলোচনায় সোমবার মিশরের কায়রোতে যাচ্ছে হামাসের প্রতিনিধি দল। এরআেগে, যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য হামাসের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলো মিশর।