ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ৩৯২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই সব প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (২৯ এপ্রিল) এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন আদালত। এই কমিটিকে সারাদেশের প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে আগামী ৪ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী কাজী তামান্না ফেরদৌস, মো. শমসের মবিন, কে এম আসবারুল বারী, সামিয়া সুলতানা কিশোরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

প্রসঙ্গত, পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা দাবিকারী পাঁচ ব্যক্তির দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই সব প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (২৯ এপ্রিল) এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন আদালত। এই কমিটিকে সারাদেশের প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে আগামী ৪ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী কাজী তামান্না ফেরদৌস, মো. শমসের মবিন, কে এম আসবারুল বারী, সামিয়া সুলতানা কিশোরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

প্রসঙ্গত, পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা দাবিকারী পাঁচ ব্যক্তির দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।