থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার (২৮ এপ্রিল) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলে উপপ্রধানমন্ত্রীর পদ হারানোর পর এমন সিদ্ধান্ত নিলের পার্নপ্রি বাহিদ্ধা–নুকারা। তার পদত্যাগ থাইল্যান্ডের অনেককেই বিস্মিত করেছে। পার্নপ্রির পদত্যাগকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। থাইল্যান্ড সরকারের মুখপাত্র চাই ওয়াচারঙ্কে বলেন, পার্নপ্রির পদত্যাগে পররাষ্ট্রসংক্রান্ত সরকারি কাজের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ, তার জায়গায় মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা কাজ চালিয়ে নিতে পারবেন। পদত্যাগের বিষয়ে এখনো মুখ খোলেননি পার্নপ্রি বাহিদ্ধা–নুকারা। তবে তার পদত্যাগপত্রটি স্থানীয় একটি গণমাধ্যম প্রকাশ করেছে। সেখানে তিনি লিখেছেন, অতীত কর্মকাণ্ডের জন্য উপপ্রধানমন্ত্রী পদ থেকে তাকে সরানো হয়নি বলে বিশ্বাস করেন তিনি। কারণ, তিনি ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে থাইল্যান্ডের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করেছেন।
রোববার নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। রাজকীয় প্রজ্ঞাপনে পার্নপ্রির নাম শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও ছয়জনকে নতুন মন্ত্রীত্ব দেয়া হয়েছে। আর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছে চারজন।