বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ
- আপডেট সময় : ০৫:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ৩৯০ বার পড়া হয়েছে
সারাদেশে বহমান তীব্র তাপদাহের কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামী ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২৯শে এপ্রিল) এ কথা জানিয়েছে।
এর আগে, চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাশ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।
তীব্র গরমে ঈদের ছুটির পর এক সপ্তাহ বন্ধ রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর গত শনিবার থেকে খুলেছে স্কুল কলেজ। দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা।
সবশেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাশ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।