ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রুশ বাহিনীর
- আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ৩৮৭ বার পড়া হয়েছে
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের নভোবাখমুটিভকা নামের একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ বাহিনী। গ্রাম দখলের বিষয়টি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ওচেরেটাইন শহরের কাছের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী।
সাম্প্রতিক সময়ে এই এলাকাটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউক্রেনের শহর চাসিভ ইয়ারের কাছে একাধিক ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রতিহত করেছে রুশ বাহিনী। এখানেও রাশিয়া ও ইউক্রেন বাহিনীর মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি বলেছেন, রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা। দোনেৎস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে।
টেলিগ্রামে দেয়া এক পোস্টে সেনাপ্রধান আরও বলেন, অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়তই ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে রুশ বাহিনী।
এর আগে, পূর্বাঞ্চলের তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিয়েছে ইউক্রেন। ওই তিনটি গ্রামও দখলে নিয়েছে রুশ বাহিনী। গ্রাম তিনটি হলো দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ, লাস্তোচকাইন ও সেভেরন।