ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৃহস্পতিবার থেকে অঞ্চলেভেদে হিট অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২ মে) থেকে সারাদেশে না হয়ে অঞ্চলেভেদে জারি করা হচ্ছে নতুন হিট অ্যালার্ট। রোববার থেকে জারি করা তিন দিনের ( ৭২ ঘণ্টার ) চতুর্থ দফার হিট অ্যালার্ট শেষ হচ্ছে আগামীকাল। এর পরই অঞ্চলভেদে জারি হবে তাপপ্রবাহের নতুন সতর্কতা।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে থেকে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে৷ আর ৪ থেকে ৫ মে ঢাকাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারাদেশে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান দাবদাহ খুলনা, রাজশাহী অঞ্চলে হিট অ্যালার্ট বজায় থাকার সম্ভাবনা বেশি। বাংলাদেশের পশ্চিম ও সংলগ্ন ভারতের অঙ্গরাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় এ অঞ্চলে তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে। তবে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করে বলছে, বাংলাদেশের সব স্থানে দীর্ঘতম সময়ের দাবদাহ শেষ হওয়ার পর আগামী মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল, বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু অংশ ও দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কিছু স্বস্তির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এতে সারাদেশে চলমান তাপপ্রবাহ হ্রাসের সম্ভাবনা কম রয়েছে।

চলতি মৌসুমে এরই মধ্যে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ অব্যাহত থাকার ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। তবে এই সময় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

বৃহস্পতিবার থেকে অঞ্চলেভেদে হিট অ্যালার্ট

আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২ মে) থেকে সারাদেশে না হয়ে অঞ্চলেভেদে জারি করা হচ্ছে নতুন হিট অ্যালার্ট। রোববার থেকে জারি করা তিন দিনের ( ৭২ ঘণ্টার ) চতুর্থ দফার হিট অ্যালার্ট শেষ হচ্ছে আগামীকাল। এর পরই অঞ্চলভেদে জারি হবে তাপপ্রবাহের নতুন সতর্কতা।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে থেকে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে৷ আর ৪ থেকে ৫ মে ঢাকাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারাদেশে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান দাবদাহ খুলনা, রাজশাহী অঞ্চলে হিট অ্যালার্ট বজায় থাকার সম্ভাবনা বেশি। বাংলাদেশের পশ্চিম ও সংলগ্ন ভারতের অঙ্গরাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় এ অঞ্চলে তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে। তবে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করে বলছে, বাংলাদেশের সব স্থানে দীর্ঘতম সময়ের দাবদাহ শেষ হওয়ার পর আগামী মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল, বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু অংশ ও দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কিছু স্বস্তির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এতে সারাদেশে চলমান তাপপ্রবাহ হ্রাসের সম্ভাবনা কম রয়েছে।

চলতি মৌসুমে এরই মধ্যে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ অব্যাহত থাকার ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। তবে এই সময় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।