ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / ৩৯৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বৃহস্পতিবার, ১ মে) সকাল ১০টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী প্রেস কনফারেন্স করবেন। গতকাল (মঙ্গলবার, ৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দেশটিতে যান। ছয়দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে গত সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সফরকালে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নমেন্ট হাউজে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এ সময় দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে ৫টি দ্বিপাক্ষিক নথি সই হয়।

এছাড়া গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বৃহস্পতিবার, ১ মে) সকাল ১০টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী প্রেস কনফারেন্স করবেন। গতকাল (মঙ্গলবার, ৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দেশটিতে যান। ছয়দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে গত সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সফরকালে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নমেন্ট হাউজে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এ সময় দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে ৫টি দ্বিপাক্ষিক নথি সই হয়।

এছাড়া গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।