আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ করছে গার্মেন্টস শ্রমিকরা। তীব্র রোদ-গরম উপেক্ষা করেই অধিকার আদায়ের এই আন্দোলনে যোগ দিয়েছেন শ্রমিকরা। বুধবার (১ মে) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে শুরু হয় এসব খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
যেখান থেকে শ্রমিকরা আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবি তুলেন।
এছাড়া, বেসরকারি শিল্পের নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি চালু, মজুরি আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার চান।
একইসঙ্গে সরকার ঘোষিত নিম্নতম মজুরি সব কারখানায় বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, সব কারখানায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে কমিটি গঠনসহ রানা প্লাজায় শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্তদের ফাঁসিরও দাবি জানান তারা।
মিছিল ও সমাবেশ থেকে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবি পেশ করেছেন শ্রমিকরা।