সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়েছে, যার ফলে ব্যাপক বন্যা ও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ কারণে মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৃষ্টির মধ্যেও মদিনার মসজিদে নববীতে দর্শনার্থীদের বৃষ্টি উপভোগ করতে এবং প্রার্থনায় জড়িত হতে দেখা গেছে। এই প্রাকৃতিক ঘটনাটিকে বিনম্র চিত্তে আলিঙ্গণ করেছে।
বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে।
সৌদির জাতীয় আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে। একই সঙ্গে মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে তারা।
https://twitter.com/i/status/1785016184762720283