রোগীদের প্রতি অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ৩৯১ বার পড়া হয়েছে
রোগীদের প্রতি চিকিৎসকদের কোন ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। বুধবার (পহেলা মে) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসায়েন্সের ১২তম সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তবে, রোগীদের যথাযথ সেবা দিলে চিকিৎসকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে দেশি বিদেশী বিশেষজ্ঞ ডাক্তারও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন করা হচ্ছে।
বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা নির্ণয় ও দাবি করার অধিকার কারও নেই এ কথা জানিয়ে তিনি, চিকিৎসকদের সুরক্ষা আইন পাস করানোর প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি প্রায়ই পত্র-পত্রিকা ও টিভিতে দেখি ভুল চিকিৎসার কথা। ভুল চিকিৎসা বলে কিছু নাই৷ এটা আমি-আমরা বলতে পারি না। ভুল চিকিৎসার ব্যাপার যদি থেকেও থাকে, সেটা বলার অধিকার একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আছে। আমরা বললে চিকিৎসার অবহেলার কথা বলতে পারি।
মন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষা আমি দেখব, কিন্তু রোগীদের সুরক্ষা আপনাদের নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সুরক্ষার বিষয় দেখব। আপনাদের সঙ্গে কোনো অবিচার হলে আমি দেখব। আমি আপনাদের সঙ্গে থাকব। কিন্তু আপনাদের রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। নাহলে আমি ব্যবস্থা নেব। বক্তব্য শেষে দেশে বয়ে চলা তাপপ্রবাহে হিটস্ট্রোক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত কতজন হিটস্ট্রোকে মারা গেছে, তার সঠিক হিসাব এখনও আমার কাছে আসেনি। তবে, আমরা হিটস্ট্রোকের প্রস্তুতি নিতে হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ কিছু বেড খালি রাখার পরামর্শ দিয়েছি।