আমেরিকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে
- আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ৩৯৬ বার পড়া হয়েছে
আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি হামলা চালাচ্ছে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাস। চলছে ধরপাকড়ও। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নিতে লস অ্যাঞ্জেলেস জুড়ে কৌশলগত সতর্কতা জারি করেছে পুলিশ।
গেলো ২৪ ঘণ্টায় আমেরিকার অন্তত ৫০টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ থেকেই তিন শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র।
এদিকে, দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যেই ইহুদীবিরোধী সচেতনতা আইন পাস করেছে আমেরিকার প্রতিনিধি পরিষদ। এই বিলকে বাকস্বাধীনতার জন্য হুমকি বলে জানিয়েছে বিরোধীরা। তবে সমর্থকদের দাবি বিলটি কলেজ ক্যাম্পাসে ইহুদী মোকাবেলায় সহায়তা করবে।