বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হতাশাজনক পরাজয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পিএসজির কোচ লুইস এনরিকে। আগামী সপ্তাহে পার্ক ডে প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেই চ্যালেঞ্জ নিতে লিগ ওয়ানের শিরোপাধারীরা প্রস্তুত বলেও জানান।
সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে ১-০ গোলে হারে পিএসজি। প্রথমার্ধে অতিথিদের পারফরম্যান্স ছিল সাদামাটা। বিরতির পর খানিকটা উন্নতির ছাপ দেখা গেলেও তা যথেষ্ট প্রমাণিত হয়নি।
খেলা শেষে আশাবাদী এনরিকে বলেন, ‘আমি নিশ্চিত ফাইনালে যাওয়ার যোগ্যতা আমরা অর্জন করব। ঘরের মাঠে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে খেলব। এই মৌসুমে প্রথম আমরা ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলব। আমাদের হারানোর কিছু নেই এবং আমরা ইতিবাচক ফলাফলটা খুঁজব।’
প্রতিপক্ষের মাঠের পরিবেশ অবশ্য চমৎকার ছিল বলেই জানান স্পেনিয়ার্ড এ কোচ। যদিও দ্বিতীয় লেগে সবকিছু পুরোপুরি নিজেদের অনুকূলে থাকবে বলেই তার বিশ্বাস।
‘আমাদের ৩ হাজার সমর্থক ছিল। ফিরতি লেগের পরিবেশ আলাদা হবে। আমাদের ৩ হাজার সমর্থক আজ রাতে গান গাওয়া বন্ধ করেনি, তাদের মধ্যে ৫০ হাজার প্যারিসে থাকবে। আমরা পরের সপ্তাহে একটি বলের নিয়ন্ত্রণও হারাবো না। আমরা যোগ্যতা অর্জনের জন্য আগাব। আমাদের উদ্দেশ্য তাদের গর্বিত করা।’
প্রথমার্ধে দলের পারফরম্যান্সে আক্রমণাত্মক খেলার অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে দুঃখপ্রকাশ করলেও দ্বিতীয়ার্ধ ভিন্ন ছিল বলে দাবি করেন এনরিকে। তার ভাষ্য, ‘বিরতির পর আমরা কৌশলগতভাবে কিছু পরিবর্তন করিনি। এর আগে কেবল আক্রমণাত্মক মেজাজের অভাব ছিল। আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে। বিরতির পর আমরা আরও ভালো করেছি। মানসিকতা নিয়ে আমার খেলোয়াড়দের কিছু বলতে পারি না। আমাদের সমতাত ফেরার করার সুযোগ ছিল।’
‘দুই দলই ভালো খেলেছে। আমাদের অনেক সুযোগ ছিল, পার্থক্য এটাই যে তারা গোল করেছিল, আমরা করিনি। কিন্তু চিত্র এটাই দেখায় যে ম্যাচটা সমানে সমান ছিল।’