হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ৩৯৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
ওসি আরও বলেন, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের লাশ উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।