ভারতকে টপকে টেস্টের এক নম্বর দল অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৬:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ৩৮৯ বার পড়া হয়েছে
ভারতকে টপকে আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (৩ মে) আইসিসির হালনাগাদ করা বাৎসরিক র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার সুখবরটি পায় অজিরা।
টেস্টে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন পেট কামিন্সের দল। গেল বছর ওভালে ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্টের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১২৪।
এদিকে দুই নম্বরে নেমে যাওয়া ভারতের রেটিং ১২০। আর ১০৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইংল্যান্ড। ৪ থেকে ১০ পর্যন্ত যথাক্রমে দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
টেস্টের মুকুট খোয়া গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষেই রয়েছে ভারত। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারালেও অস্ট্রেলিয়া ভারতের চেয়ে ৬ পয়েন্ট নিয়ে নিচে থাকায়, তালিকার দুই নম্বরে আছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়ে এখানেও ২ নম্বর স্থানে অস্ট্রেলিয়া।