ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের কাছে সিরিজ হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ৩৯২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করলো ভারত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করলেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখে এবার ফিল্ডিং নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে ওপেনিং জুটিতে নামা মুর্শিদা ও দিলারা দারুণভাবে শুরু করে।

একপাশে মুর্শিদাকে আগলে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দিলারা। দ্বিতীয় ওভারে পূজাকে প্রথম চার মেরে ব্যাটিং শুরু করেন তিনি, পাওয়ার প্লেতেই বাংলাদেশ তুলে ৪৪ রান। সপ্তম ওভারে মুর্শিদার রানআউটে ভাঙে ৪৬ রানের ওপেনিং জুটি। তবে গত ২৮ ইনিংসের মধ্যে সর্বোচ্চ ওপেনিং জুটিটি পায় বাংলাদেশ।

দুই বার ক্যাচ তুলে দিয়েও ভাগ্যের সহায়তায় দিলারা শেষ পর্যন্ত ২৭ বলে ৩৯ রান করেন। যা দলের হয়ে সর্বোচ্চ। দুই ওপেনার ফেরার পর নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি জুটি গড়ার চেষ্টা করলেও রান খরায় পড়ে স্বাগতিকরা।

১৪তম ওভারে পরপর ২ বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই এলবিডব্লিউ ফাহিমা খাতুন। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থবার ‘গোল্ডেন ডাক’ পেলেন ফাহিমা, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ।

নিগারদের স্বল্প পুঁজির বিপক্ষে ব্যাট করতে নেমে ভারতের শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা উদ্বোধনী জুটিতে করে ৯১ রান। এই জুটিতেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় সফরকারীরা।

নিউজটি শেয়ার করুন

ভারতের কাছে সিরিজ হার বাংলাদেশের

আপডেট সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করলো ভারত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করলেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখে এবার ফিল্ডিং নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে ওপেনিং জুটিতে নামা মুর্শিদা ও দিলারা দারুণভাবে শুরু করে।

একপাশে মুর্শিদাকে আগলে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দিলারা। দ্বিতীয় ওভারে পূজাকে প্রথম চার মেরে ব্যাটিং শুরু করেন তিনি, পাওয়ার প্লেতেই বাংলাদেশ তুলে ৪৪ রান। সপ্তম ওভারে মুর্শিদার রানআউটে ভাঙে ৪৬ রানের ওপেনিং জুটি। তবে গত ২৮ ইনিংসের মধ্যে সর্বোচ্চ ওপেনিং জুটিটি পায় বাংলাদেশ।

দুই বার ক্যাচ তুলে দিয়েও ভাগ্যের সহায়তায় দিলারা শেষ পর্যন্ত ২৭ বলে ৩৯ রান করেন। যা দলের হয়ে সর্বোচ্চ। দুই ওপেনার ফেরার পর নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি জুটি গড়ার চেষ্টা করলেও রান খরায় পড়ে স্বাগতিকরা।

১৪তম ওভারে পরপর ২ বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই এলবিডব্লিউ ফাহিমা খাতুন। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থবার ‘গোল্ডেন ডাক’ পেলেন ফাহিমা, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ।

নিগারদের স্বল্প পুঁজির বিপক্ষে ব্যাট করতে নেমে ভারতের শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা উদ্বোধনী জুটিতে করে ৯১ রান। এই জুটিতেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় সফরকারীরা।