জনগণের ভাষা বুঝে সরকারকে সরে যাওয়ার আহ্বান জানালো বিএনপি
- আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ৩৮৬ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা বলেছেন, জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না। জনগণের এ ইচ্ছা বাস্তবায়ন করতে চায় বিএনপি। বিরোধীদের নিয়ে সরকারের মিথ্যাচারের অভিযোগহ করে তারা বলেন, দেশে মানবাধিকার নেই, সংবিধানও ভুলণ্ঠিত। জনগণের ভাষা বুঝে সরকারকে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার মালিক জনগণ। তারাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঠিক করবে, কে ক্ষমতায় বসবে। শুক্রবার তুরাগ থানা বিএনপির উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি- স্যালাইন বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভীর অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকদের খাল-বিল, হাওর-বাওর দখল, গাছ-পালা সব উজাড়ের ফলে দেশে এই প্রাকৃতিক বিপর্যয়।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। সুষ্ঠু ভোট হয়নি, তাই অতি ডান অতি বাম সবাই সরকারকে সরাতে চায়। জনগণ সরকারের ওপর বিরক্ত মন্তব্য করে তিনি বলেন- আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে।
জনগণের কাছে হেরে যাওয়ার আগে সরকারকে নীরবে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান, বিএনপি নেতারা। বলেন, এতো নির্যাতনের পরও মাঠ ছেড়ে যায়নি বিএনপি নেতা-কর্মীরা।