ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

২০১৯ সালের পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ৩৯৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৯ সালের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন এ তারকা। ডিপিএলে শুরুর দিকে না খেললেও শেষ দিকে নিয়মিত খেলছেন টাইগার এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক বা ঘরোয়া, টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি কিংবা ‘লিস্ট এ’—কোনো পর্যায়েই ২০১৯ সালের পর তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি সাকিব। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে, সেঞ্চুরির স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান।

বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ৯ চার আর ৭ ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ও স্বীকৃত ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেলেন সাকিব।

লিগের হয়ে মোট ৫টি ম্যাচ খেলেছেন তিনি। আগের ম্যাচে ৪৯ রান করে আউট হলেও এবার পঞ্চম ম্যাচে দেখা পান কাঙ্খিত এই সেঞ্চুরির। ২০১৯ বিশ্বকাপে ওয়স্টে ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশি এ তারকা।

অপরদিকে মোহামেডানের বিপক্ষে ফতুল্লায় আবাহনী লিমিটেডের মোসাদ্দেক উপহার দেন ৮ চার ও ১০ ছক্কায় ১০১ বলে ১৩৩ রানের ইনিংস। প্রাইম ব্যাংকের জাকিরের ব্যাট থেকে আসে ১৩২ বলে ১৫৮ রান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮টি চার ও ১২টি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। জাকির ও মোসাদ্দেকের এটি ‘লিস্ট এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদুল ‍ফিতর উদযাপন শেষে গত ২৮ এপ্রিল দেশে ফিরে নিজের সংসদীয় এলাকা মাগুড়ায় যান সাকিব। এরপর ঢাকায় ফিরে শেখ জামালের সঙ্গে যোগ দেন। আর দলে যোগ দিয়েই শুক্রবারে দেখা পান দীর্ঘ ৫ বছর পর সেঞ্চুরি।

নিউজটি শেয়ার করুন

২০১৯ সালের পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব

আপডেট সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

২০১৯ সালের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন এ তারকা। ডিপিএলে শুরুর দিকে না খেললেও শেষ দিকে নিয়মিত খেলছেন টাইগার এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক বা ঘরোয়া, টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি কিংবা ‘লিস্ট এ’—কোনো পর্যায়েই ২০১৯ সালের পর তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি সাকিব। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে, সেঞ্চুরির স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান।

বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ৯ চার আর ৭ ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ও স্বীকৃত ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেলেন সাকিব।

লিগের হয়ে মোট ৫টি ম্যাচ খেলেছেন তিনি। আগের ম্যাচে ৪৯ রান করে আউট হলেও এবার পঞ্চম ম্যাচে দেখা পান কাঙ্খিত এই সেঞ্চুরির। ২০১৯ বিশ্বকাপে ওয়স্টে ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশি এ তারকা।

অপরদিকে মোহামেডানের বিপক্ষে ফতুল্লায় আবাহনী লিমিটেডের মোসাদ্দেক উপহার দেন ৮ চার ও ১০ ছক্কায় ১০১ বলে ১৩৩ রানের ইনিংস। প্রাইম ব্যাংকের জাকিরের ব্যাট থেকে আসে ১৩২ বলে ১৫৮ রান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮টি চার ও ১২টি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। জাকির ও মোসাদ্দেকের এটি ‘লিস্ট এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদুল ‍ফিতর উদযাপন শেষে গত ২৮ এপ্রিল দেশে ফিরে নিজের সংসদীয় এলাকা মাগুড়ায় যান সাকিব। এরপর ঢাকায় ফিরে শেখ জামালের সঙ্গে যোগ দেন। আর দলে যোগ দিয়েই শুক্রবারে দেখা পান দীর্ঘ ৫ বছর পর সেঞ্চুরি।