পাকিস্তানে ময়দার কেজি ৮০০ রুপি
- আপডেট সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
পাকিস্তানে তীব্রভাবে বেড়ে যাওয়া মূল্যস্ফীতির কারণে হিমশিম খাচ্ছেন দেশটির নাগরিকরা। নিজেদের জরুরি নিত্যপণ্য কিনতেই তারা সংগ্রাম করছেন। গমের মৌসুম হওয়া সত্ত্বেও গম-আটার দাম অনেক বেশি। এক কেজি ময়দার দাম পৌঁছে ৮০০ রুপিতে। আগে যা ছিল ২৩০ রুপি।
করাচির বাসিন্দারা বলছেন, নাগরিকদের মৌলক জিনিসপত্র বা সুযোগসুবিধা প্রাপ্তির ক্ষেত্রে উচ্চমূল্য সাধারণ জনগণের জীবনের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এক কেজি আটা বা ময়দার দাম এখন ৮০০ পাকিস্তানি রুপি। অথচ আগে এর দাম ছিল ২৩০ রুপি। একটি রুটির দামই এখন ২৫ রুপি। ফলে সরকার জনগণের দিকে তাকাচ্ছে না অভিযোগ তুলে নিত্য তারা হা-হুতাশ করছেন।
আব্দুল হামিদ নামে করাচির এক দোকানি নিত্যপণ্যের দাম বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ, পানি, গ্যাসের মূল্য বৃদ্ধি কারণে মানুষ প্রতিদিনের জরুরি পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। এখন প্রতিটি রুটির দাম ২৫ রুপি, যা অনেক পরিবারই কিনতে হিমশিম খাচ্ছে।
একই ধরনের কথা জানান করাচির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জব্বার। তিনি জানান, মৌলিক চাহিদা এখন সাধারণ নাগরিকের নাগালের বাইরে। কম খরচে সরকার যে গ্যামস সরবরাহের দাবি করেছেন, সেটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জব্বার বলেন, এখন গমের মৌসুম হওয়া সত্ত্বেও গম-আটার দাম অনেক বেশি। এক কেজি ময়দার দাম পৌঁছে ৮০০ রুপিতে। আগে যা ছিল ২৩০ রুপি।