ইসরায়েলির কারাগারে চার মাস ধরে বন্দি থাকার পর মারা গেছেন ৫০ বছর বয়সী ফিলিস্তিনের চিকিৎসক আদনান আল বুর্শ। তিনি আল শিফা হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান ছিলেন। ফিলিস্তিন কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত ১৯ এপ্রিল ইসরায়েলি কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে প্রকাশ করে জানানো হয় যে, "অফার" করাগারে তার মৃত্যু হয়েছে। তাকে জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে।
ওই বিবৃতিতে তার মৃত্যু কারণ জানতে তদন্তের কথা বলা হয়েছে। তবে, কী কারণে ফিলিস্তিনি এই চিকিৎসকের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
ইসরায়েলি বাহিনী তাকে আটকের আগে তিনি আল আওদা হাসপাতালে কাজ করতেন। সহকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাকে বীর বলে আখ্যায়িত করেছেন।
তবে ফিলিস্তিনের আইনী সহায়তাকারী গ্রুপগুলো এ মৃত্যুকে ইসরায়েলের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতি দিয়েছে। ওই ডাক্তারের মরদেহ ইসরায়েলি জিম্মায় রয়েছে। সূত্র: সিএনএন।