জনগণ চায় সরকার উৎখাত হোক: রিজভী
- আপডেট সময় : ০২:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম সহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ চায় সরকার উৎখাত হোক। শনিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণের সব অধিকার হরণ করে দস্যুর মতো ক্ষমতায় বসে আছে বর্তমান সরকার। শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আক্রমণ এলে প্রতিবাদ-প্রতিরোধ দুটোই একসঙ্গে চলবে। সুশাসন ন্যায়ের শাসনের জন্য সবশেষ প্রস্তুতি নিয়ে লড়াইয় করব।
রিজভী আরও বলেন, শেখ হাসিনার জন্য আলাদা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট খুলতে হবে। সেখানে শেখানো হবে ওনার গনতন্ত্র কি? প্রতিপক্ষকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার।
রিজভী বলেন, দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ১০ হাজার টাকার জন্য কৃষক থাকে কারাগারে, আর ১০ হাজার কোটি টাকা যে নিয়েছে সে থাকে প্রধানমন্ত্রীর পাশে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করবো, গায়ে লাঠির বাড়ি দিলে একসাথে প্রতিবাদ প্রতিরোধ চালাতে হবে। না হয় প্রতিকার পাওয়া যাবে না। আদালতে কেউ ন্যায় বিচার পাচ্ছে না। সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতির জন্য কাজ করতে হবে বলেও বলেন তিনি।