স্বেচ্ছায় জেলে যাচ্ছেন নেতাকর্মীরা: মির্জা আব্বাস
- আপডেট সময় : ০২:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রতিদিন স্যারেন্ডার করে স্বেচ্ছায় জেলে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশ কি দুরবস্থায় আছে তা আওয়ামী লীগ ছাড়া সারাবিশ্ব জানে। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বলা হলেও সরকার বলছে আইন নাই। অথচ বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির আছে। কেউ যাতে কিছু বলতে না পারে সেভাবেই খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার।
এ সময় তিনি প্রশ্ন করেন ওবায়দুল কাদের চোর হিসেবে জেলে গিয়েছিলেন নাকি রাজনৈতিক বন্দী হিসেবে জেলে গিয়েছিলেন?
মির্জা আব্বাস আরও বলেন, গ্রেপ্তার করে কোনো স্বৈরশাসক নেতাকর্মীদের ঠেকিয়ে রাখতে পারবে না। আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। কেউ না কেউ আসবে এবং সেটি বিএনপি থেকেই আসবে। দেশের উন্নয়নের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের পেটে ভাত নাই। চুরির উন্নয়ন দেশের মানুষ মেনে নেবে না।
উপজেলা নির্বাচনের ফাদের যায়নি বিএনপি। জনগণ ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে যায়নি এবারও যাবে না। নির্বাচনে কুকুরে কুকুরে কামড়াকামড়ি চলছে। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। সরকার নির্বাচিত সরকার নয়, এটি সরকারই না জনগণের যখন মনে হবে লাথি দিয়ে ফেলে দেবে।