স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পদযাত্রা করেছে ছাত্রলীগ
- আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ৩৮৮ বার পড়া হয়েছে
স্বাধীন রাষ্ট্র হিসেব ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইসরাইলি হামলার প্রতিবাদে সারাদেশে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে শুরু হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগ সারাদেশে ফিলিস্তিনের পতাকা উত্তেলান, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। এ সময় যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহবান জানান তারা। বিস্তারিত এস.এম.সুমনের প্রতিবেদন।
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সারা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সারাদেশে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ফিলিস্তিনের বিশাল আকৃতির পতাকা নিয়ে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার নিয়ে এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে পদযাত্রা করে। পদযাত্রা ও মিছিলটি মধুর ক্যান্টিন থেকে ফুলার রোড, শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান ।
পরে রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পাশাপাশি এই হামলা বন্ধের দাবি জানান।
এদিকে, রাজধানী ছাড়া, দেশের বিভিন্ন জায়গায় এই গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে ছাত্রলীগ পদযাত্রা ও সমাবেশ করে।