সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গেছে

- আপডেট সময় : ১০:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে

ড্রোন দিয়ে উপর থেকে নজরদারিসহ হেঁটে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের একাধিক দল সুন্দরবনের ভেতরে পরিদর্শন করেছে। এসময় বনের কোথাও কোনও আগুনের আলামত পাওয়া যায়নি। সার্বিক পর্যালোচনায় সুন্দরবনের আমরবুনিয়া ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় মন্ত্রণালয় জানায়, সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গেছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি জানান, আগুন সেসব স্থানে ছিল সেখানে সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। আজ (মঙ্গলবার) সকাল থেকে বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন লাগার স্থান ড্রোনের মাধ্যমে আবার মনিটরিং করা শুরু করেন।
জানা যায়, সকাল থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হলেও বনভূমির কোথাও কোনও আগুনের আলামত পাওয়া যায়নি। পাশাপাশি বনের ভেতরে হেঁটে একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেও কোথাও কোনও আগুনের আলামত পাননি। পরিদর্শন দেখা যায়, আগুন লাগার স্থানে বৃষ্টিপাতের ফলে যথেষ্ট পরিমাণে পানিতে ভিজেছে। কোথাও কোথাও পানি জমে রয়েছে। সার্বিক অবস্থা পর্যালোচনায় সুন্দরবনের আমরবুনিয়া ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
অপরদিকে, সুন্দরবনে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি জানিয়েছেন অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বনসম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের কাজ অচিরেই শুরু করা হবে।