যুদ্ধবিরতি চুক্তি, কায়রো যাচ্ছে কাতারের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কাতার মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সূত্রঃ রয়টার্স।
সূত্র মতে, উভয়পক্ষে যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করতে কাতারের প্রতিনিধি দল মঙ্গলবার (৭ মে) কায়রো যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে ,তারা আশা করছে গাজায় অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।