শপথ নিয়েই পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

- আপডেট সময় : ০৯:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে

পঞ্চমবারের মতো বিশ্বের অন্যতম সেরা শক্তিধর রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেইন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। শপথ নিয়েই যথারীতি পশ্চিমাদেরকে কঠোর হুশিয়ারী বার্তা পাঠিয়েছেন পুতিন।
শপথ গ্রহণের পরে পুতিন বলেন, আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সংলাপ প্রত্যাখ্যান করি না। সুরক্ষা এবং কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য তিনি প্রস্তুত ছিলেন, তবে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ‘অহংকার’ তাতে বাধা দিচ্ছে। রাশিয়া ইউক্রেনে জয়ের জন্যও প্রস্তুত।
শপথ অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান বর্জন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। শপথ নেয়ার পরই পুতিন জানিয়েছেন, তিনি পশ্চিমাদের সঙ্গে সংলাপ বন্ধ করছেন না, তাদের নিজস্ব পছন্দকে অগ্রাধিকার দেয়া হবে।
প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা ঐক্যবদ্ধ। আমরা সম্মিলিতভাবে সকল বাধা অতিক্রম করব, আমাদের সকল পরিকল্পনা সফল করব এবং জয়ী হবো। ক্রেমলিন কথা বলতে প্রস্তুত, কিন্তু রাশিয়া ইউক্রেনে জয়ের জন্যও প্রস্তুত। ইউক্রেনের রাশিয়া তার প্রত্যাশিত লক্ষ্য অর্জন থেকে এক পা পেছনে হাঁটবে না।
রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন রয়টার্সকে বলেছেন যে, পুতিনের ভাষণটি পশ্চিমাদের সংলাপ শুরু করার আমন্ত্রণ ছিল। এক দিক থেকে, এটি পশ্চিমকে সমান সহযোগিতার আমন্ত্রণ এবং অন্য দিক থেকে, এটি দৃঢ় প্রত্যয় যে রাশিয়া তার নিজস্ব উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করবে।