চতুর্থ ব্লাইন্ড টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠন ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে ১০মে থেকে শুরু হচ্ছে শহীদ শেখ আবু নাসের জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট। চার বিভাগীয় দলের অংশগ্রহণে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে হবে এ খেলা।
দলগুলো হলো- শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ ঢাকা বিভাগ, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী খুলনা বিভাগ ও শহীদ এএইচএম কামরুজ্জামানের নামে খেলবে রাজশাহী বিভাগ।
উদ্বোধনী দিন সকাল ৯টায় ঢাকা বিভাগের সঙ্গে খেলবে রাজশাহী। ১৩ মে টুর্নামেন্টের ফাইনাল। বৃহস্পতিবার (৯ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিইও লায়ন দিদারুল আলম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দলের চেয়ারম্যান এসএম জমির উদ্দিনসহ অনেকে।