৪৬তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন
- আপডেট সময় : ০৯:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ৪৬২ বার পড়া হয়েছে
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী। আজ (বৃহস্পতিবার, ৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা শেষে এ ফল প্রকাশ করা হয়।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পিএসসি আয়োজিত এ পরীক্ষায় দেশের ৮ বিভাগের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। ২০০ নম্বরের এ পরীক্ষা ২ ঘণ্টা সময় ধরে চলে। সকাল ১০টায় শুরু হয়ে এদিন দুপুর ১২টায় শেষ হয় পরীক্ষা।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৬তম প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪২৫ জন।
চলতি বছর বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) মোট পদ রয়েছে ৩ হাজার ১৪০টি। এই নিয়োগে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডার। তার পরে রয়েছে শিক্ষা ক্যাডার।
যেভাবে দেখা যাবে ফল
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফল।
এছাড়া টেলিটকের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। আর সেজন্য PSC46Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পরে ফিরতি এসএমএসে Registration Number-সহ Qualified অথবা Not Qualified হিসেবে ফল জানিয়ে দেয়া হবে।