সমঝোতা ছাড়াই শেষ হয়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ৪২৯ বার পড়া হয়েছে

কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে গাজার যুদ্ধবিরতি আলোচনা। মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আলোচনায় যে আশার আলো দেখা গিয়েছিল আপাতত তাও নিভে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
সংবাদ মাধ্যমটি জানায়, গাজায় যুদ্ধ বন্ধে কায়রোতে পরোক্ষ আলোচনার শেষ দফাটাও সম্পন্ন হয়েছে। কিন্তু তারপরও পরিকল্পনা অনুযায়ী রাফাহ ও গাজা উপত্যকার অন্যান্য অংশে অভিযান চালিয়ে যাবে ইসরাইল। জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে হামাসের প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে আপত্তি জমা দিয়েছে নেতানিয়াহুর সরকার।
আর ইসরাইলি রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল কান জানিয়েছে, জিম্মি বিনিময়ের বিষয়ে ইসরাইল ও হামাসের মধ্যে ‘সমাধান অযোগ্য ব্যবধান’ আছে। তাই সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করে কায়রো ছেড়েছে ইসরাইলি প্রতিনিধিদল। এরই মধ্যে নিজ দেশে পৌঁছেছে তারা।