ভারতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ জন মাওবাদী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
ভারতের ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত কমপক্ষে ১২ মাওবাদী সন্ত্রাসী। শুক্রবার (১০ মে) রাজ্যের বিজাপুর জেলায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
নকশাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিজাপুর জেলার পিদিয়া গ্রামে পৌঁছায় নিরাপত্তাবাহিনী। এ সময় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বন্দুক হামলা চালায় মাওবাদীরা। পাল্টা হামলায় নিহত হন কমপক্ষে ১২ জন সন্ত্রাসী। অভিযানের সফলতার জন্য নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
গেল ১ মাসের মধ্যে ছত্রিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে ৩য় বড় অভিযান ছিলো এটি। রাজ্যের বাস্তার অঞ্চলটি মাওবাদীদের ঘাঁটি হিসেবে পরিচিত। চলতি বছর ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হয়েছেন কমপক্ষে ১০৩ মাওবাদী সন্ত্রাসী।