মুন্সিগঞ্জ-রাজশাহীর দুই ম্যাচ ড্র
- আপডেট সময় : ১১:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
তিন ভেন্যুতে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন ম্যাচ। তবে সবার নজর ছিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থাকা দুই দল বসুন্ধরা কিংস ও মোহামেডানের লড়াই। সে ম্যাচে কিংস ২-১ গোলে জিতে টানা পঞ্চম শিরোপা নিশ্চিত করেছে।
তবে অন্য দুই মাঠে কেউ কাউকে হারাতে পারেনি। মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ ড্র হয়েছে গোলশূন্যভাবে। রাজশাহীতে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস ফুটবল ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
৩৯ মিনিটে গাম্বিয়ান পা ওমরের গোলে এগিয়ে গিয়েছিল ফর্টিস এফসি। ৭৩ মিনিটে গোল করে ব্রাদার্সকে ১ পয়েন্ট এনে দেন নয়ন।
১৫ ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৮। তারা রয়েছে টেবিলের পঞ্চম স্থানে। ছয়ে থাকা ফর্টিসের পয়েন্ট ১৭,সাতে থাকা শেখ জামালের পয়েন্ট ১৬ ও সবার নিচে থাকা ব্রাদার্সের পয়েন্ট ৭।