একীভূত হতে সোনালী ব্যাংক ও বিডিবিএল এর চুক্তি সই
- আপডেট সময় : ০৮:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ৩৯২ বার পড়া হয়েছে
এবার একীভূত হতে চুক্তি সই করলো সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-বিডিবিএল। সকালে বাংলাদেশ ব্যাংকে দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের উপস্থিতিতে চুক্তি সই হয়। আগামী ছয় থেকে সাতমাসের মধ্যে একীভূত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে একসঙ্গে কাজ করা শুরু করা যাবে বলে জানিয়েছেন তারা।
চুক্তির পর দুই ব্যাংকের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, নিজেদের ইচ্ছাতেই একীভূত হয়েছেন তারা। সেখানে তারা যুক্তি দিয়েছেন, যেহেতু দুটোই বাণিজ্যিক ব্যাংক এবং রাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়ায় রয়েছে সেখানে দুটো ব্যাংক যদি একইসঙ্গে মার্চারে যায় সেক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা পাওয়া যাবে।
সেইসঙ্গে তারা নিশ্চিত করেছেন, একীভূত হওয়ার ক্ষেত্রে গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। গ্রাহকদের বিষয়গুলো নিয়ম অনুযায়ীই চলবে। বাংলাদেশ ব্যাংক থেকেও নিশ্চিত করা হয়েছে, দুটো ব্যাংকের যারা কর্মরত রয়েছেন, তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও ঠিকঠাকই থাকবে।
বিভিন্ন সূচক নিয়ে দুই ব্যাংকের মধ্যে আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক বলছে, বিডিবিএল শুধুমাত্র খেলাপি ঋণের ক্ষেত্রে পিছিয়ে আছে। যা ৩০ শতাংশের বেশি।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল, অন্যান্য সূচক ঠিক থাকলে শুধুমাত্র খেলাপি ঋণের সূচকেই যদি পিছিয়ে থাকে তাহলে একীভূত হওয়ার প্রয়োজন কেন হলো?
এই প্রশ্নের জবাবে বিডিবিএল এর ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে যে নিয়ম দেওয়া হয়েছে, সে অনুযায়ী আগামী ছয়মাসের মধ্যে খেলাপি ঋণের অর্থ তুলে আনা সম্ভব হবে কি না সেটি নিয়ে তারা দ্বিধায় আছেন। যদি সেটি সম্ভব না হয় তাহলে জোর করেই অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। সেটি বিডিবিএলের জন্য সুখকর নাও হতে পারে। সেজন্য তারা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোনালী ব্যাংক বলছে, তারা দেখেছেন বিডিবিএল এর ল্যান্ডিং সূচকসহ অন্যান্য যে সূচক রয়েছে সেগুলো ইতিবাচক। খেলাপি ঋণ থেকে সোনালী ব্যাংক যেভাবে নিজেদের ইতিবাচক অবস্থানে নিয়ে এসেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিডিবিএলকেও নিয়ে আসা সম্ভব।