ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
- আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে
চলতি বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ শিক্ষার্থী। পাসের হারে গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা কম। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ।জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ১৭৭ জন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ এক হাজার ৩৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৩৭ জন, মানবিক বিভাগে ৬১৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১২১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৫ হাজার ৯৫২ জন ছেলে ও ৭ হাজার ২২৪ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষাবোর্ডের অধীনে জামালপুর জেলায় ৮৯ দশমিক ০৯ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৮৩ দশমিক ২২ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ এবং নেত্রকোনা জেলায় ৮২ দশমিক ৩৯ শতাংশ।