ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৪০

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / ৪৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ৭৮.৪০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৫৯ জন, এবং ছাত্রী ৯ হাজার ২৪৬ জন। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের আধিক্যই বেশি।

এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৭০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৮ হাজার ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৫৫ হাজার ৪৩৬ জন।

পাশের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৭৬ হাজার ১২৬ জন এবং ছাত্রী ৭৯ হাজার ৩০৮ জন। জিপিএ ৫ ও পাশের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এ বছর রংপুর বিভাগের অধীনে দিনাজপুর শিক্ষা বোর্ডে আটটি জেলা থেকে ২৭৮ পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সম্মানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রোববার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। যেখানে ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

তিনি বলেন, ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন। ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৬ জন পরীক্ষার্থী।

মীর সাজ্জাদ আলী বলেন, এবার একজনও পাসকরেনি এমন বিদ্যালয়ের সংখ্যা বেড়ে হয়ে ৪টি। যা গত বছরে ছিল ১টি। শতভাগ পাসকরেছে এমন স্কুলের সংখ্যা এবার কমে হয়েছে ৭৭টি। যা গত বছরে ছিল ৮০টি।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৪০

আপডেট সময় : ০৩:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ৭৮.৪০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৫৯ জন, এবং ছাত্রী ৯ হাজার ২৪৬ জন। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের আধিক্যই বেশি।

এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৭০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৮ হাজার ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৫৫ হাজার ৪৩৬ জন।

পাশের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৭৬ হাজার ১২৬ জন এবং ছাত্রী ৭৯ হাজার ৩০৮ জন। জিপিএ ৫ ও পাশের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এ বছর রংপুর বিভাগের অধীনে দিনাজপুর শিক্ষা বোর্ডে আটটি জেলা থেকে ২৭৮ পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সম্মানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রোববার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। যেখানে ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

তিনি বলেন, ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন। ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৬ জন পরীক্ষার্থী।

মীর সাজ্জাদ আলী বলেন, এবার একজনও পাসকরেনি এমন বিদ্যালয়ের সংখ্যা বেড়ে হয়ে ৪টি। যা গত বছরে ছিল ১টি। শতভাগ পাসকরেছে এমন স্কুলের সংখ্যা এবার কমে হয়েছে ৭৭টি। যা গত বছরে ছিল ৮০টি।