রাফায় ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি যোদ্ধারা নির্মূল হবে না: ব্লিঙ্কেন
- আপডেট সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ৩৯৮ বার পড়া হয়েছে
গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলি অভিযানে হামাসকে নির্মূল করা যাবে না, বরং এ অভিযান নৈরাজ্যকে উস্কে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
রোববার (১২ মে) তিনি বলেন, রাফায় ইসরায়েলি হামলার বিরোধীতা করছে যুক্তরাষ্ট্র। এ হামলা বন্ধে দেশটির ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।
এদিকে রাফায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে তিন লাখ ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ সতর্ক করে বলেছে, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি অভিযান সেখানে থাকা উদ্বাস্তুদের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।
ইসরায়েল বলেছে, তারা রাফায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ন্যূনতম রাখার চেষ্টা করছে।
রাফায় ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবির সঙ্গে ফোনে কথা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় সম্ভাব্য একটি বড় ইসরায়েলি স্থল অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের উদ্বেগের কথা সুলিভান আবার বলেছেন। রাফায় ১০ লাখের বেশি মানুষের আশ্রয় রয়েছে।
হোয়াইট হাউস আরও বলেছে, হানেবি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে ইসরায়েল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।