ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৬ মে থেকে শুরু একাদশে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশ শ্রেণিতে এবার তিন ধাপে ভর্তির আবেদন করা যাবে। প্রথমে ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত। আন্তঃবোর্ড জানিয়েছে, ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন পাঁচ কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর জুলাইয়ের শেষে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। এবার একাদশে আসন আছে প্রায় ২৫ লাখ। আর এসএসসিতে উত্তীর্ণ ১৬ লাখের কিছু বেশি। তাই কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না।

এসএসির প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর উত্তীর্ণের পর এবার টার্গেট একাদশে ভর্তির সুযোগ নিশ্চিত করা। এবারো অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ অব্যহত রাখছে মন্ত্রণালয়।

যে কার্যক্রম শুরু হবে ২৬ মে থেকে। তিনধাপে আবেদন করা যাবে। প্রথম ধাপ শেষ হচ্ছে ১১ জুন। ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ কলেজে আবেদন করা যাবে।

আন্তঃ শিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা পাওয়া নম্বর বিবেচনা করে যদি কলেজ নির্বাচন করে, তাহলে সেই কাঙ্খিত কলেজ পাবে। কিন্তু আমরা দেখেছি, যদিও কেউ মধ্যম মানের কলেজ পাওয়া যোগ্য হলেও সে পাঁচটি প্রথম মানের কলেজের অপশন দিয়ে রাখছে। এতে সে সিলেকশন পাচ্ছে না।

গেলো কয়েক বছরের মতো এবারো কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এক প্রশ্নের জবাবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যঅপক মোহাম্মদ ইউসূফ বলেন, শিক্ষার্থীদের চাহিদা থাকলেও বড় কলেজের আসন বাড়ানোর সুযোগ থাকেনা।

তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে এই ব্যবস্থায় আসা হয়েছে। তবে এতে প্রকৃত মেধা যাচাই করা যাচ্ছে না। কিন্তু সরকারের হাতে এই মুহূর্তে বিকল্প ভালো আর পদ্ধতি নেই। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বাড়ানোর সম্ভব নয়। তবে ভবিষ্যতে এই বিভাগে শিক্ষার্থী কমানোর চিন্তা করছি।

নিউজটি শেয়ার করুন

২৬ মে থেকে শুরু একাদশে ভর্তি

আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

একাদশ শ্রেণিতে এবার তিন ধাপে ভর্তির আবেদন করা যাবে। প্রথমে ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত। আন্তঃবোর্ড জানিয়েছে, ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন পাঁচ কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর জুলাইয়ের শেষে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। এবার একাদশে আসন আছে প্রায় ২৫ লাখ। আর এসএসসিতে উত্তীর্ণ ১৬ লাখের কিছু বেশি। তাই কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না।

এসএসির প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর উত্তীর্ণের পর এবার টার্গেট একাদশে ভর্তির সুযোগ নিশ্চিত করা। এবারো অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ অব্যহত রাখছে মন্ত্রণালয়।

যে কার্যক্রম শুরু হবে ২৬ মে থেকে। তিনধাপে আবেদন করা যাবে। প্রথম ধাপ শেষ হচ্ছে ১১ জুন। ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ কলেজে আবেদন করা যাবে।

আন্তঃ শিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা পাওয়া নম্বর বিবেচনা করে যদি কলেজ নির্বাচন করে, তাহলে সেই কাঙ্খিত কলেজ পাবে। কিন্তু আমরা দেখেছি, যদিও কেউ মধ্যম মানের কলেজ পাওয়া যোগ্য হলেও সে পাঁচটি প্রথম মানের কলেজের অপশন দিয়ে রাখছে। এতে সে সিলেকশন পাচ্ছে না।

গেলো কয়েক বছরের মতো এবারো কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এক প্রশ্নের জবাবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যঅপক মোহাম্মদ ইউসূফ বলেন, শিক্ষার্থীদের চাহিদা থাকলেও বড় কলেজের আসন বাড়ানোর সুযোগ থাকেনা।

তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে এই ব্যবস্থায় আসা হয়েছে। তবে এতে প্রকৃত মেধা যাচাই করা যাচ্ছে না। কিন্তু সরকারের হাতে এই মুহূর্তে বিকল্প ভালো আর পদ্ধতি নেই। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বাড়ানোর সম্ভব নয়। তবে ভবিষ্যতে এই বিভাগে শিক্ষার্থী কমানোর চিন্তা করছি।