ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, বিদেশি শক্তির ওপর বিএনপি ভর করে না, বিএনপির আস্থা দেশের মানুষের ওপর। ডোনাল্ড ল্যুর ঢাকা সফরে বিএনপি নয়, আওয়ামী লীগ উৎসাহী।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের অবস্থান কর্মসূচিতে এ সব কথা বলেন বিএনপির এই নেতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে ফারুক বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই।

তিনি বলেন, লু নিয়ে এত উৎসাহিত আমরা নই। লু নিয়ে উৎসাহিত আপনারা (আওয়ামী লীগ)। লু কি বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়।

দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার উচ্চ পর্যায়ের প্রথম সফর এটি।

সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই ডোনাল্ড লুয়ে এই সফর।

ভারত থেকে আমদানি করা সব ধরনের খাদ্যপণ্য পরীক্ষা-নিরীক্ষা করে তারপর বাজারে ছাড়ার দাবি জানিয়েছেন জয়নুল আবিদন ফারুক।

এদিনের সমাবেশে তিনি বলেন, ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। তাদেরকে বন্ধুরাষ্ট্র স্বীকার করে বিএনপি। তবে সেদেশ থেকে ক্ষতিকর পণ্য আসছে। সরকারের কোনো তদারকি নেই। ক্ষমতায় থাকার জন্য কিছু বলতে পারছে না।

তিনি বলেন, আমাদের দাবি সীমান্ত বন্ধ করতে হবে। অবৈধভাবে আসা ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি, দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।

সম্প্রতি ভারতের পণ্য বর্জনের আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি নেতারা। রোববার এক সংবাদ সম্মেলন ভারতের পণ্য নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভারতের ৫২৭টি পণ্যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমদানি করা সব পণ্য দেশে প্রবেশের পর পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। যদিও সরকার করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সরকার জনগণের সমস্যার দিকে খেয়াল না করে খালেদা জিয়া ও বিএনপিকে দমিয়ে রাখতে ব্যস্ত বলেও সমাবেশে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। বলেন, বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ, রিজার্ভ তলানীতে। আওয়ামী লীগের দ্বারা এই সমস্যা সমাধান সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: জয়নুল আবদিন

আপডেট সময় : ০৩:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, বিদেশি শক্তির ওপর বিএনপি ভর করে না, বিএনপির আস্থা দেশের মানুষের ওপর। ডোনাল্ড ল্যুর ঢাকা সফরে বিএনপি নয়, আওয়ামী লীগ উৎসাহী।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের অবস্থান কর্মসূচিতে এ সব কথা বলেন বিএনপির এই নেতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে ফারুক বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই।

তিনি বলেন, লু নিয়ে এত উৎসাহিত আমরা নই। লু নিয়ে উৎসাহিত আপনারা (আওয়ামী লীগ)। লু কি বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়।

দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার উচ্চ পর্যায়ের প্রথম সফর এটি।

সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই ডোনাল্ড লুয়ে এই সফর।

ভারত থেকে আমদানি করা সব ধরনের খাদ্যপণ্য পরীক্ষা-নিরীক্ষা করে তারপর বাজারে ছাড়ার দাবি জানিয়েছেন জয়নুল আবিদন ফারুক।

এদিনের সমাবেশে তিনি বলেন, ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। তাদেরকে বন্ধুরাষ্ট্র স্বীকার করে বিএনপি। তবে সেদেশ থেকে ক্ষতিকর পণ্য আসছে। সরকারের কোনো তদারকি নেই। ক্ষমতায় থাকার জন্য কিছু বলতে পারছে না।

তিনি বলেন, আমাদের দাবি সীমান্ত বন্ধ করতে হবে। অবৈধভাবে আসা ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি, দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।

সম্প্রতি ভারতের পণ্য বর্জনের আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি নেতারা। রোববার এক সংবাদ সম্মেলন ভারতের পণ্য নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভারতের ৫২৭টি পণ্যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমদানি করা সব পণ্য দেশে প্রবেশের পর পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। যদিও সরকার করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সরকার জনগণের সমস্যার দিকে খেয়াল না করে খালেদা জিয়া ও বিএনপিকে দমিয়ে রাখতে ব্যস্ত বলেও সমাবেশে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। বলেন, বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ, রিজার্ভ তলানীতে। আওয়ামী লীগের দ্বারা এই সমস্যা সমাধান সম্ভব নয়।