০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মের নামে ভোট চাওয়ায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলা

নির্বাচনী প্রচার সমাবেশে গিয়ে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলা করেছে ফতিমা নামে এক মহিলা। মঙ্গলবার (১৪ মে) শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মামলাকারী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি রাজস্থানের বাঁশওয়ারায় একটি নির্বাচনী প্রচার সমাবেশে গিয়ে হিন্দু দেবতা ও মন্দিরের নামে ভোট চাইছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি দাবি করেন এতে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা উস্কে দিতে পারে এবং দেশের ঐক্য ও অখণ্ডতাকে হুমকির সম্মুখীন করতে পারে। নির্বাচনে প্রধানমন্ত্রী মোদিকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে ফাতিমা।

এদিন শুনানি চলাকালীন এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ।

আদালতের তরফে জানানো হয়, এই মামলায় আদালত কোনো পদক্ষেপ নিতে পারে না। পাশাপাশি মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘এ ক্ষেত্রে আপনি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (নির্বাচন কমিশন) কাছে আবেদন জানিয়েছেন? প্রথমে সেখানে আবেদন জানানো উচিত আপনার।’

নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমন মামলা এই প্রথমবার নয়, এর আগে মোদির বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। তার মামলাও খারিজ করে দিয়েছিল আদালত। সেখানে মামলাকারীর অভিযোগ ছিল, ভোট প্রচারে সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এমনকি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আরজি রাখা হয় আদালতের কাছে। তবে আদালত জানায়, নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে। ফলে আদালত কোনো হস্তক্ষেপ করবে না।

ধর্মের নামে ভোট চাওয়ায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলা

আপডেট : ১১:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

নির্বাচনী প্রচার সমাবেশে গিয়ে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলা করেছে ফতিমা নামে এক মহিলা। মঙ্গলবার (১৪ মে) শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মামলাকারী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি রাজস্থানের বাঁশওয়ারায় একটি নির্বাচনী প্রচার সমাবেশে গিয়ে হিন্দু দেবতা ও মন্দিরের নামে ভোট চাইছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি দাবি করেন এতে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা উস্কে দিতে পারে এবং দেশের ঐক্য ও অখণ্ডতাকে হুমকির সম্মুখীন করতে পারে। নির্বাচনে প্রধানমন্ত্রী মোদিকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে ফাতিমা।

এদিন শুনানি চলাকালীন এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ।

আদালতের তরফে জানানো হয়, এই মামলায় আদালত কোনো পদক্ষেপ নিতে পারে না। পাশাপাশি মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘এ ক্ষেত্রে আপনি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (নির্বাচন কমিশন) কাছে আবেদন জানিয়েছেন? প্রথমে সেখানে আবেদন জানানো উচিত আপনার।’

নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমন মামলা এই প্রথমবার নয়, এর আগে মোদির বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। তার মামলাও খারিজ করে দিয়েছিল আদালত। সেখানে মামলাকারীর অভিযোগ ছিল, ভোট প্রচারে সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এমনকি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আরজি রাখা হয় আদালতের কাছে। তবে আদালত জানায়, নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে। ফলে আদালত কোনো হস্তক্ষেপ করবে না।