লজ্জার রেকর্ড গড়লেন বিশ্বকাপজয়ী মার্টিনেজ
- আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৩৮২ বার পড়া হয়েছে
ম্যাচ শুরু হওয়ার তখনও দুই মিনিট হয়নি। মারাত্মক এক ভুল করে বসেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হাত ফসকে নিজেদের জালেই বল জড়ান তিনি। আর তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগে লজ্জার এক রেকর্ড গড়েন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। লিগে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল দেওয়া গোলরক্ষক এখন এই আর্জেন্টাইন। ভিলা পার্কে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা।
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ইউরি তিয়েলেমান্স। পরে কোডি হাকপো ও জ্যারেল কোয়ানসার গোলে জয়ের সম্ভাবনা জোরাল হয় লিভারপুলের। কিন্তু, শেষ দিকে জোড়া গোলে সবকিছু পাল্টে দেন দুরান।
লিভারপুলকে রুখে দেওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে অ্যাস্টন ভিলার। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেলেই চলবে। হারলেও সুযোগ থাকবে, মেলাতে হবে নানা সমীকরণ। টটেনহ্যাম তাদের শেষ দুই ম্যাচের একটিতেও পা হড়কালে শেষ চার নিশ্চিত হয়ে যাবে ভিলার।
চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো আত্মঘাতী গোল করলেন মার্টিনেজ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর কোনো গোলরক্ষক তিনটি আত্মঘাতী গোল করেননি। এর আগে সর্বোচ্চ দুটি করে আত্মঘাতী গোল করেছেন ১১ জন।