ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাফাতে হামলা জোরদার করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলি বর্বর হামলা থেকে বাঁচতে গাজার বিভিন্ন এলাকার মানুষ এসে আশ্রয় নিয়েছিল রাফাতে। তবে গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরেই ইতোমধ্যেই হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এরই জেরে শহরটি ছেড়ে সাড়ে ৪ লাখ মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এছাড়া গাজার উত্তরাঞ্চলে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও ১ লাখ মানুষ। বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর ট্যাংকগুলো দক্ষিণ গাজার রাফা শহরের আরও ভেতরে হামলা শুরু করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, ‘মানুষ ক্রমাগত ক্লান্তি, ক্ষুধা এবং ভয়ের সম্মুখীন হচ্ছে।’

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা রাফা শহরের পূর্বে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান’ চালিয়ে যাচ্ছে। হামলা শুরু করার আগে নিজেদের নিরাপত্তার স্বার্থে পূর্ব রাফা এবং জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে- সাম্প্রতিক দিনগুলোতে যেসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তা গাজার মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশের সমান।

নিউজটি শেয়ার করুন

রাফাতে হামলা জোরদার করেছে ইসরাইল

আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

ইসরাইলি বর্বর হামলা থেকে বাঁচতে গাজার বিভিন্ন এলাকার মানুষ এসে আশ্রয় নিয়েছিল রাফাতে। তবে গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরেই ইতোমধ্যেই হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এরই জেরে শহরটি ছেড়ে সাড়ে ৪ লাখ মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এছাড়া গাজার উত্তরাঞ্চলে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও ১ লাখ মানুষ। বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর ট্যাংকগুলো দক্ষিণ গাজার রাফা শহরের আরও ভেতরে হামলা শুরু করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, ‘মানুষ ক্রমাগত ক্লান্তি, ক্ষুধা এবং ভয়ের সম্মুখীন হচ্ছে।’

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা রাফা শহরের পূর্বে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান’ চালিয়ে যাচ্ছে। হামলা শুরু করার আগে নিজেদের নিরাপত্তার স্বার্থে পূর্ব রাফা এবং জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে- সাম্প্রতিক দিনগুলোতে যেসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তা গাজার মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশের সমান।