ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করেছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি সুইজারল্যান্ডের খেলাধুলার পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) এক প্রতিবেদনে খেলোয়াড় রপ্তানিতে কোন দেশগুলো রাজত্ব করছে, সেই তালিকা তুলে ধরেছে। ফুটবল বিশ্বে যেসব দেশ এগিয়ে তাদেরই দাপট সেই তালিকায়।

বিশ্বব্যাপী ১৩৫টি লিগের ২ হাজার ২০৯টি ক্লাবের ৬২ হাজার ৯৫৫ ফুটবলারের শিকড় অনুসন্ধান করে এ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটির গবেষণায় দেখা গেছে, বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশটির ১৩৩৮ জন ফুটবলার দেশটির বাইরের বিভিন্ন দেশের লিগ খেলছেন। পৃথিবীর আর কোনো দেশের এত ফুটবলার নিজ দেশের বাইরে গিয়ে খেলেন না।

ব্রাজিলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স। তাদের ১০৯১ জন ফুটবলার পৃথিবীর বিভিন্ন ক্লাবে খেলছেন। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে তালিকার তিনে। দেশটির ৯৯৫ জন ফুটবলার বাইরের দেশের বিভিন্ন লিগে খেলছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও জার্মানি। এ দুটি দেশ যথাক্রমে ৫৮৬ ও ৪৬৮ জন ফুটবলার রপ্তানি করেছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করেছে ব্রাজিল

আপডেট সময় : ১২:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

সম্প্রতি সুইজারল্যান্ডের খেলাধুলার পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) এক প্রতিবেদনে খেলোয়াড় রপ্তানিতে কোন দেশগুলো রাজত্ব করছে, সেই তালিকা তুলে ধরেছে। ফুটবল বিশ্বে যেসব দেশ এগিয়ে তাদেরই দাপট সেই তালিকায়।

বিশ্বব্যাপী ১৩৫টি লিগের ২ হাজার ২০৯টি ক্লাবের ৬২ হাজার ৯৫৫ ফুটবলারের শিকড় অনুসন্ধান করে এ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটির গবেষণায় দেখা গেছে, বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশটির ১৩৩৮ জন ফুটবলার দেশটির বাইরের বিভিন্ন দেশের লিগ খেলছেন। পৃথিবীর আর কোনো দেশের এত ফুটবলার নিজ দেশের বাইরে গিয়ে খেলেন না।

ব্রাজিলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স। তাদের ১০৯১ জন ফুটবলার পৃথিবীর বিভিন্ন ক্লাবে খেলছেন। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে তালিকার তিনে। দেশটির ৯৯৫ জন ফুটবলার বাইরের দেশের বিভিন্ন লিগে খেলছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও জার্মানি। এ দুটি দেশ যথাক্রমে ৫৮৬ ও ৪৬৮ জন ফুটবলার রপ্তানি করেছে।