ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে সরকার: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তাহীনতা থেকেই সরকার আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে রাজধানীতে এক বিএনপি নেতার পরিবারের সঙ্গে দেখা করে এসব কথা বলেন তিনি।

শুক্রবার বিকেলে বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইঁয়া জুয়েলের মালিবাগের বাসায় যান দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি কারাবন্দি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মঈন খান বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমেরিকার অবস্থান পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।

মঈন খান বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার-আটকের উদ্দেশ্য হলো এ দেশের মানুষকে কথা বলতে দেবে না। মানুষকে ভিন্নমত পোষণ করতে দেওয়া হবে না। গণতন্ত্র চলতে দেওয়া হবে না। এভাবে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে।

আওয়ামী লীগ সরকারের কোনো জনভিত্তি নেই মন্তব্য করে তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৭ শতাংশ জনগণ ভোট দেয়নি। এজন্য সরকার শঙ্কিত ও ভীত। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

ভবিষ্যৎ বলে দেবে সরকারের পরিণতি কী হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছিল। এ দেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না।

আওয়ামী লীগ দেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে দাবি করে মঈন খান বলেন, দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই। এখন আছে প্রতিহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি।

নিউজটি শেয়ার করুন

আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে সরকার: মঈন খান

আপডেট সময় : ১০:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

নিরাপত্তাহীনতা থেকেই সরকার আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে রাজধানীতে এক বিএনপি নেতার পরিবারের সঙ্গে দেখা করে এসব কথা বলেন তিনি।

শুক্রবার বিকেলে বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইঁয়া জুয়েলের মালিবাগের বাসায় যান দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি কারাবন্দি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মঈন খান বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমেরিকার অবস্থান পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।

মঈন খান বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার-আটকের উদ্দেশ্য হলো এ দেশের মানুষকে কথা বলতে দেবে না। মানুষকে ভিন্নমত পোষণ করতে দেওয়া হবে না। গণতন্ত্র চলতে দেওয়া হবে না। এভাবে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে।

আওয়ামী লীগ সরকারের কোনো জনভিত্তি নেই মন্তব্য করে তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৭ শতাংশ জনগণ ভোট দেয়নি। এজন্য সরকার শঙ্কিত ও ভীত। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

ভবিষ্যৎ বলে দেবে সরকারের পরিণতি কী হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছিল। এ দেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না।

আওয়ামী লীগ দেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে দাবি করে মঈন খান বলেন, দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই। এখন আছে প্রতিহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি।