ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ৩৯৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। শেষ দিনের প্রচারণায় জমে উঠেছে দেশের বিভিন্ন জনপদে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর সদরের প্রার্থী ও তাদের সমর্থকরা। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। আহবান জানাচ্ছেন ভোট কেন্দ্রে যাওয়ার।

উপজেলা নির্বাচনের প্রচারে সরগরম ফেনী সদর উপজেলার ইউনিয়নগুলো। চলছে লিফলেট বিতরণ ও পথসভা। প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।

নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। গরমের কারণে প্রার্থীরা দিনের প্রথম অংশে প্রচারণা কম চালাচ্ছেন। বিকেল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।

মৌলভীবাজার সদর উপজেলায় আগামী ২১শে মে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে উচ্চ আদালত সাত দিনের স্থিতাবস্থা জারি করায় ওই তারিখে নির্বাচন হচ্ছে না। তবে রাজনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

এদিকে, সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। এসময় যে কোন মূল্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১শে মে এবং তৃতীয় ধাপে ২৯শে মে ভোটগ্রহণ হবে।

১৫৭ উপজেলায় সাধারণ ছুটি
আগামী ২১ মে (মঙ্গলবার) দেশের ১৫৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের ১৫ মে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২১ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

যান চলাচলে নিষেধাজ্ঞা
আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য ১৯ মে থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের গত ১৬ মে স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২০ মে দিবাগত মধ্যরাত (১২টা) থেকে ২১ মে মধ্যরাত (১২টা) পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একইসঙ্গে ১৯ মে মধ্যরাত থেকে ২২ মে মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এতে আরও বলা হয়, এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকের (পরিচয়পত্র থাকা সাপেক্ষে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশে-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরকম নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

মাঠে থাকছে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট
দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)। এ নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৬১৪ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিভিন্ন জেলার নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৬১৪ কর্মকর্তাকে নির্দিষ্ট ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারা মোতাবেক তফসিলভুক্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবশ্যিকভাবে যোগদান/রিপোর্ট করবেন, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যোগদান সংক্রান্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করবেন।

জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন বলেও এতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রচারণা

আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

আজ শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। শেষ দিনের প্রচারণায় জমে উঠেছে দেশের বিভিন্ন জনপদে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর সদরের প্রার্থী ও তাদের সমর্থকরা। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। আহবান জানাচ্ছেন ভোট কেন্দ্রে যাওয়ার।

উপজেলা নির্বাচনের প্রচারে সরগরম ফেনী সদর উপজেলার ইউনিয়নগুলো। চলছে লিফলেট বিতরণ ও পথসভা। প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।

নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। গরমের কারণে প্রার্থীরা দিনের প্রথম অংশে প্রচারণা কম চালাচ্ছেন। বিকেল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।

মৌলভীবাজার সদর উপজেলায় আগামী ২১শে মে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে উচ্চ আদালত সাত দিনের স্থিতাবস্থা জারি করায় ওই তারিখে নির্বাচন হচ্ছে না। তবে রাজনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

এদিকে, সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। এসময় যে কোন মূল্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১শে মে এবং তৃতীয় ধাপে ২৯শে মে ভোটগ্রহণ হবে।

১৫৭ উপজেলায় সাধারণ ছুটি
আগামী ২১ মে (মঙ্গলবার) দেশের ১৫৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের ১৫ মে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২১ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

যান চলাচলে নিষেধাজ্ঞা
আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য ১৯ মে থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের গত ১৬ মে স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২০ মে দিবাগত মধ্যরাত (১২টা) থেকে ২১ মে মধ্যরাত (১২টা) পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একইসঙ্গে ১৯ মে মধ্যরাত থেকে ২২ মে মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এতে আরও বলা হয়, এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকের (পরিচয়পত্র থাকা সাপেক্ষে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশে-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরকম নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

মাঠে থাকছে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট
দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)। এ নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৬১৪ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিভিন্ন জেলার নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৬১৪ কর্মকর্তাকে নির্দিষ্ট ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারা মোতাবেক তফসিলভুক্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবশ্যিকভাবে যোগদান/রিপোর্ট করবেন, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যোগদান সংক্রান্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করবেন।

জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন বলেও এতে জানানো হয়।