ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘সরকার কূটনীতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করছে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন সরকার কূটনীতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে। আজ (১৯শে মে) জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মূখ্য উল্লেখ করে তিনি বলেন, এই দুই দেশের অংশগ্রহণ বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের কর্মসংস্থান নষ্ট করছে, বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে গেছে। সবগুলো মৌলিক অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোই আসল সমাধান।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বৈঠকেও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের ইতিবাচক মনে হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।’

কিরগিজস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। (উজবেকিস্তান) দূতাবাস ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগের নম্বর শেয়ার করেছে।’

উজবেকিস্তানে দূতাবাসের মাধ্যমে সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।’

নিউজটি শেয়ার করুন

‘সরকার কূটনীতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করছে’

আপডেট সময় : ০৪:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন সরকার কূটনীতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে। আজ (১৯শে মে) জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মূখ্য উল্লেখ করে তিনি বলেন, এই দুই দেশের অংশগ্রহণ বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের কর্মসংস্থান নষ্ট করছে, বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে গেছে। সবগুলো মৌলিক অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোই আসল সমাধান।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বৈঠকেও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের ইতিবাচক মনে হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।’

কিরগিজস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। (উজবেকিস্তান) দূতাবাস ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগের নম্বর শেয়ার করেছে।’

উজবেকিস্তানে দূতাবাসের মাধ্যমে সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।’