ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অবিশ্বাস্য ইতিহাস গড়লো লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ৩৮৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবিশ্বাস্য, অকল্পনীয়, অভূতপূর্ব! এসব বিশেষণ এখন বেয়ার লেভারকুসেনের নামের পাশে বেশ মানানসই। গত এপ্রিলে পাঁচ ম্যাচ হাতে রেখে বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য গুঁড়িয়ে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। শনিবার অগসবুর্গের বিপক্ষে ২-১’এ জয়ে অপরাজিত থেকে জার্মানির শীর্ষ লিগ শেষ করার প্রথম কীর্তি গড়লো দলটি। নামের সঙ্গে জুটে গেলো ‘ইনভিন্সিবল’ তকমা।

বুন্দেসলিগার পর্দা নামলো শনিবার। প্রথম দল হিসেবে জার্মানির শীর্ষ ফুটবল মঞ্চে অপরাজিত থেকে মৌসুম শেষ করার হাতছানিতে এদিন ঘরের মাঠে অগসবুর্গের মোকাবেলায় নামে চ্যাম্পিয়ন লেভারকুসেন। গত এপ্রিলে পাঁচ ম্যাচ হাতে রেখে বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য গুঁড়িয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জাভি আলোনসোর দল।

ভিক্টর বোনিফেসের গোলে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় লেভারকুসেন। ১৫ মিনিট পর রবার্ট আন্দরিচের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় লিগ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অগসবুর্গের কোমুর ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত আর কিছু করতে পারেনি তারা। ইতিহাস গড়ে বুন্দেসলিগায় প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে আলোনসোর দল।

৩৪ ম্যাচে অপরাজিত থেকে ২৮ জয়ের সঙ্গে ছয় ড্র’য়ে ৯০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো লেভারকুসেন। ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ভিএফবি স্টুটগার্টকে ১৭ আর ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পাওয়া বায়ার্নকে ১৮ পয়েন্ট দূরে রেখেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৫১ ম্যাচে অপরাজিত দলটি।

ট্রেবল জয়ের হাতছানিতে আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে ইতালির ক্লাব আতালান্তার মোকাবেলা করবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ২৫ মে জার্মান কাপের ফাইনালে প্রতিপক্ষ তাদের কাইজারস্লাউটার্ন।

নিউজটি শেয়ার করুন

অবিশ্বাস্য ইতিহাস গড়লো লেভারকুসেন

আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

অবিশ্বাস্য, অকল্পনীয়, অভূতপূর্ব! এসব বিশেষণ এখন বেয়ার লেভারকুসেনের নামের পাশে বেশ মানানসই। গত এপ্রিলে পাঁচ ম্যাচ হাতে রেখে বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য গুঁড়িয়ে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। শনিবার অগসবুর্গের বিপক্ষে ২-১’এ জয়ে অপরাজিত থেকে জার্মানির শীর্ষ লিগ শেষ করার প্রথম কীর্তি গড়লো দলটি। নামের সঙ্গে জুটে গেলো ‘ইনভিন্সিবল’ তকমা।

বুন্দেসলিগার পর্দা নামলো শনিবার। প্রথম দল হিসেবে জার্মানির শীর্ষ ফুটবল মঞ্চে অপরাজিত থেকে মৌসুম শেষ করার হাতছানিতে এদিন ঘরের মাঠে অগসবুর্গের মোকাবেলায় নামে চ্যাম্পিয়ন লেভারকুসেন। গত এপ্রিলে পাঁচ ম্যাচ হাতে রেখে বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য গুঁড়িয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জাভি আলোনসোর দল।

ভিক্টর বোনিফেসের গোলে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় লেভারকুসেন। ১৫ মিনিট পর রবার্ট আন্দরিচের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় লিগ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অগসবুর্গের কোমুর ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত আর কিছু করতে পারেনি তারা। ইতিহাস গড়ে বুন্দেসলিগায় প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে আলোনসোর দল।

৩৪ ম্যাচে অপরাজিত থেকে ২৮ জয়ের সঙ্গে ছয় ড্র’য়ে ৯০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো লেভারকুসেন। ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ভিএফবি স্টুটগার্টকে ১৭ আর ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পাওয়া বায়ার্নকে ১৮ পয়েন্ট দূরে রেখেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৫১ ম্যাচে অপরাজিত দলটি।

ট্রেবল জয়ের হাতছানিতে আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে ইতালির ক্লাব আতালান্তার মোকাবেলা করবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ২৫ মে জার্মান কাপের ফাইনালে প্রতিপক্ষ তাদের কাইজারস্লাউটার্ন।