ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাইসির মৃত্যুর আগেই মার্কিন কংগ্রেসম্যানের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / ৩৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে স্বাগত জানিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান রিক স্কট। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাইসি সম্পর্কে লিখেছেন, ‘তাকে ভালোবাসা বা সম্মান করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না। রিক স্কট যখন পোস্ট করেন তখন রাইসির মৃত্যু খবর প্রকাশিত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর নিজস্ব অ্যাকাউন্টে সোমবার (২০ মে) ভোর ৪টা ১মিনিটে রিক স্কট একটি পোস্ট করেন। এ পোস্টে তিনি রাইসি সম্পর্কে লিখেছেন, ‘তাকে ভালোবাসা বা সম্মান করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না। যদি তিনি চলে যান, আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকদের হাত থেকে ফিরিয়ে নেয়ার সুযোগ পাবে।’

তার মন্তব্য মধ্যপ্রাচ্যের অনেক মার্কিন মিত্রসহ রাইসির নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে এমন অসংখ্য বিদেশি কর্মকর্তা এবং দেশগুলোর সঙ্গে সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে।

এর আগে রবিবার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এসময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

রাইসির মৃত্যুর আগেই মার্কিন কংগ্রেসম্যানের উচ্ছ্বাস

আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে স্বাগত জানিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান রিক স্কট। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাইসি সম্পর্কে লিখেছেন, ‘তাকে ভালোবাসা বা সম্মান করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না। রিক স্কট যখন পোস্ট করেন তখন রাইসির মৃত্যু খবর প্রকাশিত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর নিজস্ব অ্যাকাউন্টে সোমবার (২০ মে) ভোর ৪টা ১মিনিটে রিক স্কট একটি পোস্ট করেন। এ পোস্টে তিনি রাইসি সম্পর্কে লিখেছেন, ‘তাকে ভালোবাসা বা সম্মান করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না। যদি তিনি চলে যান, আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকদের হাত থেকে ফিরিয়ে নেয়ার সুযোগ পাবে।’

তার মন্তব্য মধ্যপ্রাচ্যের অনেক মার্কিন মিত্রসহ রাইসির নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে এমন অসংখ্য বিদেশি কর্মকর্তা এবং দেশগুলোর সঙ্গে সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে।

এর আগে রবিবার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এসময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।