ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই বেশ আগেভাগেই ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার দুই রিজার্ভ ক্রিকেটারসহ স্কোয়াড চূড়ান্ত করেছে মিচেল মার্শরা।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। যদিও বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ না পাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই জানা যাচ্ছে, রিজার্ভ হিসেবে যাচ্ছেন ম্যাকগার্ক। ম্যাকগার্ক ছাড়াও নেওয়া হয়েছে ম্যাথিউ শর্টকে। এ ছাড়া আগে ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো বদল হয়নি। ফলে স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া। বাদ জেসন বেহরেনডর্ফ এবং তানভির সাঙ্গাও।

আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সেই দলে রয়েছেন অ্যাশটন আগার। যিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২২ বিশ্বকাপে। দলে রয়েছেন মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররাও।

আগামী ২ জুন থেকে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ক্যাম্প করবে অস্ট্রেলিয়া। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মিচেল মার্শরা। অস্ট্রেলিয়া দল কয়েক ভাগে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাবে। আইপিএল শেষ হওয়ার পর কয়েকজন দলে যোগ দেবেন। ইতোমধ্যে দিল্লির আইপিএল অভিযান শেষ হওয়ায় ম্যাকগার্ক দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তরুণ এই ওপেনারের।

আগামী ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ৮ জুন তাদের ম্যাচ চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ডের বিপক্ষে। এখনো চোট সারিয়ে পুরোপুরি ফিট নয় অজি অধিনায়ক মিচেল মার্শ। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী ওয়েস্ট ইন্ডিজে ক্যাম্প চলাকালেই ফিট হয়ে যাবেন তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড :
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

রিজার্ভ : জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথিউ শর্ট।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই বেশ আগেভাগেই ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার দুই রিজার্ভ ক্রিকেটারসহ স্কোয়াড চূড়ান্ত করেছে মিচেল মার্শরা।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। যদিও বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ না পাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই জানা যাচ্ছে, রিজার্ভ হিসেবে যাচ্ছেন ম্যাকগার্ক। ম্যাকগার্ক ছাড়াও নেওয়া হয়েছে ম্যাথিউ শর্টকে। এ ছাড়া আগে ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো বদল হয়নি। ফলে স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া। বাদ জেসন বেহরেনডর্ফ এবং তানভির সাঙ্গাও।

আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সেই দলে রয়েছেন অ্যাশটন আগার। যিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২২ বিশ্বকাপে। দলে রয়েছেন মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররাও।

আগামী ২ জুন থেকে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ক্যাম্প করবে অস্ট্রেলিয়া। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মিচেল মার্শরা। অস্ট্রেলিয়া দল কয়েক ভাগে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাবে। আইপিএল শেষ হওয়ার পর কয়েকজন দলে যোগ দেবেন। ইতোমধ্যে দিল্লির আইপিএল অভিযান শেষ হওয়ায় ম্যাকগার্ক দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তরুণ এই ওপেনারের।

আগামী ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ৮ জুন তাদের ম্যাচ চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ডের বিপক্ষে। এখনো চোট সারিয়ে পুরোপুরি ফিট নয় অজি অধিনায়ক মিচেল মার্শ। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী ওয়েস্ট ইন্ডিজে ক্যাম্প চলাকালেই ফিট হয়ে যাবেন তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড :
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

রিজার্ভ : জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথিউ শর্ট।