ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিছিয়ে পড়া ম্যাচে জুভেন্টাসের দুর্দান্ত প্রত্যবর্তন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরি আয় প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখলো জুভেন্টাস। ৩-০ গোলে পিছিয়ে থেকেও বোলোনিয়ার সঙ্গে ড্র করেছে তুরিনের ওল্ড লেডি। অন্তর্বর্তী কোচ থিয়াগো মোত্তার অধীনে প্রথম ম্যাচে বোলোনিয়ার খেলেতে নেমে প্রথমার্ধে ২-০ পিছিয়ে পড়ে য়ুভে। বিরতি থেকে ফিরে গোলের জোড়া পূর্ণ স্কোরলাইন ৩-০ করেন কালাফিয়োরি।

স্বাগতিকদের অপর গোলটি করেন ক্যাস্ত্রো। ‌এরপর শুরু জুভেন্টাস শো। ৭৬ থেকে ৮৪, আট মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচে ফিরে আসে অতিথিরা। যদিও জেতা হয়নি তাদের। স্কোরশিটে নাম তোলেন ফেদেরিকো কিয়েসা, মিলিক ও ক্রিস্টিয়ান ও কেনান ইয়িলদিজ। ৩৭ ম্যাচে সমান ৬৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের তিনে বোলোনিয়া, চারে জুভেন্টাস।

এফএ কাপের জন্য পিছিয়ে গেলো ম্যান সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন প্যারেড। শনিবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ই্‌উকে হারিয়ে চার ট্রফি নিয়ে ম্যানচেষ্টারের রাস্তায় উৎসব করতে চায় সিটিজেনরা। তবে দুশ্চিন্তা সমর্থকদের কপালে। আগামী মৌসুম শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছে সাফল্যের নেপথ্য নায়ক পেপ গার্দিওলা।

শেষ দিনে শিরোপা নিষ্পত্তির সমীকরণ দারুণ এক সমস্যায় ফেলেছিলো প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে। ম্যানচেষ্টার সিটির পাশাপাশি চ্যাম্পিয়ন রেসে আর্সেনাল থাকায় দুই ট্রফি তৈরি করতে হয়েছিলো। তবে শেষ পর্যন্ত রূপালি শিরোপা নিয়ে উল্লাসে মাতে সিটিজেনস।

প্রিমিয়ার লিগ আয়োজকদের বাড়তি খরচ হয়েছে চ্যাম্পিয়ন মেডেল তৈরিতেও। সম্ভাব্য চ্যাম্পিয়ন স্কোয়াডের জন্য ইতিহাদের পাশাপাশি এমিরেটসেও প্রস্তত রাখা হয়েছিলো ৪০টি পদক। কিন্তু শেষ পর্যন্ত তা আর গলায় ঝোলানো হয়নি আর্সেনাল ফুটবলারদের।

এতোকিছুর পরও বিতর্ক এড়াতে পারেনি প্রিমিয়ার লিগ। শিরোপার দৌড়ে ম্যান সিটি এগিয়ে থাকলেও তাদের ম্যাচ বাদ দিয়ে এমিরেটসে উপস্থিত থাকায় সমালোচনার মুখে পড়েছেন সংস্থাটির সিইও রিচার্ড মাস্টার। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। জানিয়েছেন দু জায়গার যে কোনো একটিই তাকে বেছে নিতে হতো।

নিউজটি শেয়ার করুন

পিছিয়ে পড়া ম্যাচে জুভেন্টাসের দুর্দান্ত প্রত্যবর্তন

আপডেট সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

সিরি আয় প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখলো জুভেন্টাস। ৩-০ গোলে পিছিয়ে থেকেও বোলোনিয়ার সঙ্গে ড্র করেছে তুরিনের ওল্ড লেডি। অন্তর্বর্তী কোচ থিয়াগো মোত্তার অধীনে প্রথম ম্যাচে বোলোনিয়ার খেলেতে নেমে প্রথমার্ধে ২-০ পিছিয়ে পড়ে য়ুভে। বিরতি থেকে ফিরে গোলের জোড়া পূর্ণ স্কোরলাইন ৩-০ করেন কালাফিয়োরি।

স্বাগতিকদের অপর গোলটি করেন ক্যাস্ত্রো। ‌এরপর শুরু জুভেন্টাস শো। ৭৬ থেকে ৮৪, আট মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচে ফিরে আসে অতিথিরা। যদিও জেতা হয়নি তাদের। স্কোরশিটে নাম তোলেন ফেদেরিকো কিয়েসা, মিলিক ও ক্রিস্টিয়ান ও কেনান ইয়িলদিজ। ৩৭ ম্যাচে সমান ৬৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের তিনে বোলোনিয়া, চারে জুভেন্টাস।

এফএ কাপের জন্য পিছিয়ে গেলো ম্যান সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন প্যারেড। শনিবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ই্‌উকে হারিয়ে চার ট্রফি নিয়ে ম্যানচেষ্টারের রাস্তায় উৎসব করতে চায় সিটিজেনরা। তবে দুশ্চিন্তা সমর্থকদের কপালে। আগামী মৌসুম শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছে সাফল্যের নেপথ্য নায়ক পেপ গার্দিওলা।

শেষ দিনে শিরোপা নিষ্পত্তির সমীকরণ দারুণ এক সমস্যায় ফেলেছিলো প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে। ম্যানচেষ্টার সিটির পাশাপাশি চ্যাম্পিয়ন রেসে আর্সেনাল থাকায় দুই ট্রফি তৈরি করতে হয়েছিলো। তবে শেষ পর্যন্ত রূপালি শিরোপা নিয়ে উল্লাসে মাতে সিটিজেনস।

প্রিমিয়ার লিগ আয়োজকদের বাড়তি খরচ হয়েছে চ্যাম্পিয়ন মেডেল তৈরিতেও। সম্ভাব্য চ্যাম্পিয়ন স্কোয়াডের জন্য ইতিহাদের পাশাপাশি এমিরেটসেও প্রস্তত রাখা হয়েছিলো ৪০টি পদক। কিন্তু শেষ পর্যন্ত তা আর গলায় ঝোলানো হয়নি আর্সেনাল ফুটবলারদের।

এতোকিছুর পরও বিতর্ক এড়াতে পারেনি প্রিমিয়ার লিগ। শিরোপার দৌড়ে ম্যান সিটি এগিয়ে থাকলেও তাদের ম্যাচ বাদ দিয়ে এমিরেটসে উপস্থিত থাকায় সমালোচনার মুখে পড়েছেন সংস্থাটির সিইও রিচার্ড মাস্টার। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। জানিয়েছেন দু জায়গার যে কোনো একটিই তাকে বেছে নিতে হতো।