আনারের খণ্ডবিখণ্ড মরদেহ, উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
- আপডেট সময় : ০৩:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে
টানা নয়দিন নিখোঁজ থাকার পর বুধবার (২২ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা আটক করা হয়েছে দুই জনকে। যদিও তাদের পরিচয় এখনও সামনে আসেনি।
ভারতের পুলিশ ও গোয়েন্দারা ইতিমধ্যে তার নিখোঁজ ও মৃত্যুকে ঘিরে তদন্ত শুরু করেছে। তবে ক্রমেই তা রহস্যময় উঠছে।
পুলিশ জানিয়েছে, এমপির সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে, আর দেহাবশেষ উদ্ধার করা গেছে। এ ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, মোট ছয়জন এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। তাদের সবাই বাংলাদেশি নাগরিক। এমপিকে হত্যার পর পাঁচজন দেশে ফিরে আসে এবং একজন এখনও ভারতেই অবস্থান করছে। তবে বাংলাদেশে ফিরে আসা পাঁচজনের মধ্যে একজন অন্য দেশে পাড়ি দিয়েছে বলেও জানা গেছে। আর ভারতে অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ।
মূলত নিখোঁজের অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জিজ্ঞাসাবাদে তারাই জানান মরদেহ আছে সঞ্জিভা গার্ডেনে। সে খবর দেয়া হয় কলকাতা পুলিশকে। পরে বুধবার এই মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ।
জানা গেছে, যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে তার মালিকও একজন বাংলাদেশি। তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন। কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে।
ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, দেশটিতে যাওয়ার সময় আনারের সঙ্গে দুই জন সঙ্গী ছিলেন। সিসিটিভি ফুটেজে এমপির সঙ্গে ওই দুই জনকে দেখা গেছে। বাংলাদেশের গোয়েন্দা সূত্রও জানিয়েছিল, আনার একা ভারতে যান নাই।
সূত্রের দাবি, এমপি আনারের সঙ্গে ভারতে যাওয়া ওই দুজনের নাম জানা না গেলেও তারা দীর্ঘদিনের পরিচিত।
একটি সূত্রের খবর, ভারতে আসার কয়েকদিন পরেই নিজের দেশে ফিরেছেন ওই দুই জনেই। তবে অন্য সূত্র বলছেন, এখনও তারা ভারতে আছেন এবং ভারতীয় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।